নেত্রকোনায় যৌথ বাহিনীর অভিযানে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৩

|

নেত্রকোনার আটপাড়ায় দুই ছাত্রদল নেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানকারী দল। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫টি দেশীয় অস্ত্র, ২টি মোবাইল ফোন।

বুধবার (২৬ জুন) দিবাগত রাতে আটপারা উপজেলার বানিয়াজান ইউনিয়নের ইটাখলা গ্রামে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হলেন– ইটাখলা গ্রামের মৃত আব্দুস সেলিমের ছেলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এনাম আহমেদ বাবু (২৯), একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সুমন মিয়া (৩০), মাহাবুব আলমের ছেলে বানিয়াজান ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব ইমরান হাসান (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা সদর অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ওমর ফারুকের নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জেলা কার্যালয়ের সমন্বয়ে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে জেলার আটপাড়া উপজেলার ইটাখলা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে এনাম আহমেদ বাবু, সুমন মিয়া ও ইমরান হাসানকে পাঁচটি দেশীয় অস্ত্র, ২টি মোবাইলসহ গ্রেফতার করা হয়। পরে তাদের আটপাড়া থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, এ ব্যাপারে বৃহস্পতিবার (২৬ জুন) আটপাড়া থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের পর আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply