Site icon Jamuna Television

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ

গ্রুপ চ্যাম্পিয়ন অথবা প্রথম রাউন্ড থেকে বাদ! দুই সমিকরণ সামনে নিয়েই মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। তবে কোনো অঘটন ঘটতে দেয়নি লস ব্লাঙ্কোসরা। ভিনিসিয়ুস, ফেদে ভালভার্দে ও গঞ্জালো গার্সিয়ার গোলে ৩-০ ব্যবধানে রেডবুল সালজবুর্গকে হারিয়ে গ্রুপসেরা হয়ে শেষ ষোলোয় পৌঁছে গেছে দলটি।

আজ শুক্রবার (২৭ জুন) সকালে ফিলডেলফিয়ার লিঙ্কন ফাইনান্সিয়াল ফিল্ডে শুরু হয় ম্যাচটি। শুরুর ৪০ মিনিটে কোনও দলই গোলের দেখা পায়নি। চল্লিশতম মিনিটে জুড বেলিংহ্যামের বাড়ানো বল থেকে গোল করেন ভিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। সেই গোলই ডেডলক ভেঙে দেয়, রিয়ালকে দেখায় শেষ ষোলোর পথ। 

৪ মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। প্রধমার্ধের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে (৪৫+৩) স্প্যানিশ লা লিগার ক্লাবটির হয়ে দ্বিতীয় গোল করেন ফেডেরিকো ভালভার্দে। উরুগুয়ে তারকাকে দিয়ে গোল করান ভিনিসিয়ুস।

শেষ গোলটি রিয়ালকে এক রকম উপহারই দিয়েছে সালজবুর্গ। গোলের জন্য মরিয়া হয়ে ওপরে উঠে এসেছিলেন রক্ষণভাগের খেলোয়াড়রাও। এরইমধ্যে কাউন্টার অ্যাটাকে যায় রিয়াল। এরপর আরও একটি ভুল করেন রক্ষণভাগের এক খেলোয়াড়। বল পেয়েও নিয়ন্ত্রণ নিতে পারেননি তিনি। তার কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল করেন গঞ্জালো গার্সিয়া।

দিনের অন্য ম্যাচে আল হিলাল ২-০ গোলে হারিয়েছে পাচুকাকে। গোলদুটোর একটা করেছেন ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের জয়সূচক গোলটা করা সালেম আল দাওসারি। যোগ করা সময়ে দলের শেষ গোলটা করেন মার্কোস লিওনার্দো। এই জয়ের ফলে গ্রুপ এইচের দ্বিতীয় সেরা দল হয়ে আল হিলাল চলে গেল প্রতিযোগিতার শেষ ষোলোয়।

শেষ ষোলোতে জি-গ্রপের রানার্স আপ জুভেন্টাসের মুখোমুখি হবে রিয়াল। আর আল হিলাল মোকাবেলা করবে ম্যানচেস্টার সিটির।

/এমএইচ

Exit mobile version