Site icon Jamuna Television

খুলনায় ২ জনের মরদেহ উদ্ধার

খুলনায় একজনকে গুলি করে হত্যা ও আরেকজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে রূপসা উপজেলায় এই ঘটনা হয়। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে মাদক ব্যবসায়ী রনি ইসলাম ওরফে গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সংঘর্ষে জড়ায় প্রতিপক্ষ।

একে অপরকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই প্রাণ হারায় সাব্বির নামে একজন। গুলিবিদ্ধ হয় মিরাজ ও সাদ্দাম। এদের মধ্যে সাদ্দামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।

এদিকে, হরিণটানা এলাকা থেকে বাবুল দত্ত নামে একজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে জবাই করে হত্যা করা হয়েছে।

/এটিএম

Exit mobile version