Site icon Jamuna Television

‘নতুন বাংলাদেশ দিবস’ বাতিল না হলে ৮ আগষ্ট পালিত হবে ‘জুলাই বেহাত দিবস’: ইনকিলাব মঞ্চ

৮ আগষ্ট নতুন বাংলাদেশ দিবস বাতিল করা না হলে, সেদিন জুলাই বেহাত দিবস পালন ও জুলাই সনদের দাবীতে ১ জুলাই লাল মার্চের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (২৭ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

তিনি বলেন, ৩০ কার্যদিবসে ঘোষিত সময় শেষ হয়ে যাওয়ার পরও জুলাই সনদ দেওয়া হয়নি। ১ জুলাই, জুলাই সনদ আদায়ে শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত লাল মার্চ করবে ইনকিলাব মঞ্চ। এতে জুলাই শহীদ পরিবার ও আহতরা অংশগ্রহণ করবে। দাবি আদায় না হলে আন্দোলন চলমান রাখারও ঘোষণা দেন তিনি।

বলেন, রাষ্ট্র সংস্কার প্রশ্নে ইউনূস সরকার শুধু রাজনৈতিক দলের প্রতি দায়বদ্ধ নয়, এই সরকারকে প্রথম ও প্রধান গুরুত্ব দিতে হবে জুলাই শহীদ পরিবার ও আহতদের মতামতের।

এছাড়া ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস না করে সেটি সার্বজনীন শহীদ দিবস হিসেবে ঘোষণা করারও দাবি জানান তারা।

/এসআইএন

Exit mobile version