Site icon Jamuna Television

বিএনপির নাম ভাঙিয়ে সুবিধাবাদী গোষ্ঠীর বিষয়ে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বিএনপির নাম ভাঙিয়ে ষড়যন্ত্রকারী ও সুবিধাবাদী গোষ্ঠীর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৭ জুন) দুপুরে নয়াপল্টনের ভাসানী ভবনে রথযাত্রা উপলক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

রিজভী বলেন, নিজেদের ফায়দা লোটার জন্য অনেকে বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করছে। যেসব বিষয়ে দলের হাইকমান্ড থেকে কোনও নির্দেশনা নেই।

তিনি আরও বলেন, সাবেক সিইসি হাবিবুল আউয়ালদের ডামি নির্বাচনের ফলেই অবৈধ দুঃশাসন ও অবৈধ আইনের কবলে পড়েছিল দেশ। ডাকাতরা দখল করেছিল রাষ্ট্রক্ষমতা। ফ্যাসিবাদী আমল যেনো আর দেশে ফিরে না আসে সেই প্রত্যাশার কথাও বলেন রিজভী আহমেদ।

এসময় যৌক্তিক সময়ে নির্বাচন আয়োজনের আহ্বানও জানান তিনি।

/এমএইচ

Exit mobile version