Site icon Jamuna Television

ভালো সেশন কাটালো টাইগার বোলাররা, দেড়শ ছাড়ালো শ্রীলঙ্কার লিড

কলম্বোয় প্রথম দুটি দিনই বেশ হতাশায় কেটেছে বাংলাদেশের। তবে দ্বিতীয় দিনে কিছুটা ঘুরে দাঁড়াতে পেরেছেন টাইগাররা। প্রথম ঘণ্টাতেই তিনটি উইকেট তুলে নেন তারা। এরপর পাল্টা প্রতিরোধ গড়েছিলেন কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিস। তবে কামিন্দুকে ফেরাতে পেরেছে দলটি। তাতে ভালো একটি সেশন কাটাতে পেরেছে সফরকারীরা।  

এদিকে আগের দিন-ই লিড তুলে নিয়েছিল শ্রীলঙ্কা। এবার সে লিড আরও বড় করার পথে তারা। কলম্বো টেস্টের তৃতীয় দিনে স্কোরকার্ডে ৪০১ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গেল স্বাগতিকরা। লিড দাঁড়িয়েছে ১৫৪ রানে।

শ্রীলঙ্কার হয়ে এখন ক্রিজে আছেন কুশল মেন্ডিস ও সোনাল দিনুশা। ওয়ানডে মেজাজে ব্যাট করা কুশল ৪৮ বলে ৪২ রান করে অপরাজিত আছেন। আর দিনুশা ব্যাট করছেন ৮ রানে। 

শ্রীলঙ্কার বড় লিডের পথে থাকলেও তৃতীয় দিনের প্রথম সেশনটা মন্দ যায়নি বাংলাদেশের। এই সেশনের ২৫ ওভারে ১১১ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছে টাইগাররা। এখন শ্রীলঙ্কার লিড দুই শ’র নিচে রাখাই লক্ষ্য তাইজুল ইসলাম-নাঈম হাসানদের। 

আগের দিনের ২ উইকেটে ২৯০ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল শ্রীলঙ্কা। দলের সঙ্গে আর ১৫ রান যোগ হতেই পাথুম নিশাঙ্কাকে (১৫৮) ফিরিয়ে দেন বাংলাদেশের সবচেয়ে সফল বোলার তাইজুল ইসলাম। ধনাঞ্জয়া সিলভা (৭) কিংবা প্রবাথ জয়াসুরিয়ারাও (১০) টিকতে পারেননি বেশিক্ষণ। তবে চালিয়ে খেলেন ছয় ও সাত নম্বরে নামা কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিস। 

ওয়ানডে মেজাজে খেলা কামিন্দুকে থামান নাঈম (৪১ বলে ৩৩ রান)। তবে কুশল এখনো উইকেটে আছেন। তাকে থামাতে না পারলে বড় লিডের চাপে পড়বে টাইগাররা। এদিন উইকেটের দেখা পেয়েছেন নাহিদ রানা। যদিও ১৭ ওভারেই তাকে খরচ করতে হয়েছে ৮৩ রান। এছাড়া তাইজুলের ৪টি ও নাঈমের শিকার ২ উইকেট। 

/এমএইচ

Exit mobile version