Site icon Jamuna Television

২১১ রানের লিড দিয়ে অলআউট শ্রীলঙ্কা, তাইজুলের পাঁচ উইকেট

কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ৪৫৮ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। এতে ২১১ রানের লিড পেয়েছে লঙ্কানরা। বল হাতে বাংলাদেশের হয়ে ১৩১ রানে ৫ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। ক্যারিয়ারের ৫৬তম টেস্ট খেলতে নেমে ১৭তম বারের মতো ফাইফার পূর্ণ করলেন তিনি। এর আগে ব্যাট হাতে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ২৪৭ রান।

১৪৬ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলেন পাতুম নিশাঙ্কা। এই ওপেনারের দুর্দান্ত ইনিংসের সুবাদেই শ্রীলঙ্কা তৃতীয় দিনের খেলা শুরু করে ২ উইকেটে ২৯০ রানে, বাংলাদেশের চেয়ে ৪৩ রানে এগিয়ে থেকে।

আজ তৃতীয় দিনে তৃতীয় ওভারে ব্যক্তিগত সংগ্রহে দেড়শ রান পেরিয়ে যান তিনি। তবে এরপর আর খুব বেশি দূর তাকে এগোতে দেননি তাইজুল ইসলাম। নিশাঙ্কার আউটের পর ধনাঞ্জয়া সিলভা (৭) কিংবা প্রবাথ জয়াসুরিয়ারাও (১০) টিকতে পারেননি বেশিক্ষণ। তবে চালিয়ে খেলেন ছয় ও সাত নম্বরে নামা কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিস। 

নিয়মিত বাউন্ডারি মেরে দ্রুত দলের রান বাড়াচ্ছিলেন কুশল। তবে রানআউটে কাটা পড়েন এই ব্যাটার। ডিপ কভারে ঠেলে দুই রান নিতে চেয়েছিলেন তিনি। ইবাদতের দারুণ থ্রো ধরে লিটন স্ট্যাম্প ভাঙলে সাজঘরে ফিরতে হয় তাকে। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ৮৭ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৮৪ রান করেন তিনি।

মেন্ডিসের বিদায়ের পর তাইজুলের একই ওভারে বিদায় নেন আসিতা ফার্নান্ডো। বাউন্ডারি মারার চেষ্টায় মিডঅনে সাদমান ইসলামের হাতে ক্যাচ তুলে খালি হাতে বিদায় নেন এই ব্যাটার। তাকে বিদায় করে নিজের ফাইফার পূরণ করেন তাইজুল।

/এমএইচ

Exit mobile version