Site icon Jamuna Television

সাবেক সিইসি নুরুল হুদার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন

ফাইল ছবি।

রাষ্ট্রদোহ এবং প্রহসনের নির্বাচন আয়োজনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

শুক্রবার (২৭ জুন) দুপুরে শেরেবাংলা নগর থানার মামলায় আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। এর আগে ৪ দিনের রিমান্ডে ছিলেন নূরুল হুদা।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, সাবেক সিইসি নুরুল হুদা পাতানো নির্বাচন করে সরকারি অর্থ আত্মসাত করেছেন। এছাড়া ভোটারদের সাথে প্রতারণা করে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্রকারিদের গ্রেফতারে তাকে আবারও রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ।

তবে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বিরোধিতা করে জামিন চাইবেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের আমলে ৩ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক তিন সিইসিসহ ২৪ জনের নাম উল্লেখ করে গত রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান।

মামলাটি দায়েরের পরপরই এদিন রাতে গ্রেফতার হন সাবেক সিইসি কে এম নূরুল হুদা। পরদিন সোমবার তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আর কাজী হাবিবুল আউয়ালকে গতকাল বুধবার সকালে রাজধানীর মগবাজার থেকে গ্রেফতারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এই মামলায় আদালতে তার ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। আধ ঘণ্টার শুনানি শেষে সাবেক এ সিইসির তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন আদালত।

/এমএইচ

Exit mobile version