Site icon Jamuna Television

খামেনিকে হত্যার জন্য খুঁজেছে ইসরায়েল, কিন্তু পায়নি: প্রতিরক্ষামন্ত্রীর স্বীকারোক্তি

যুদ্ধ চলাকালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার জন্য বহুবার খুঁজেছে ইসরায়েলি গোয়েন্দারা। তবে, তাঁকে খুঁজে না পাওয়ায় হত্যার বাস্তব কোনো সুযোগ তৈরি হয়নি। এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন খোদ ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম টাইমস অব ইসরায়েল।

সাক্ষাৎকারে কাৎজ বলেছেন, যদি সম্ভব হতো, তাহলে খামেনিকে হত্যা করত ইসরায়েলি সেনাবাহিনী। কিন্তু তাকে খুঁজে না পাওয়ায় ভেস্তে গেছে সে পরিকল্পনা।

১২ দিনের যুদ্ধ শেষে গত মঙ্গলবার (২৪ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয় দুই দেশের মধ্যে। তবে, যুদ্ধবিরতি কার্যকরের তিন দিন পেরিয়ে গেলেও এখনো সতর্ক রয়েছেন খামেনি।

ইরানি কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলের ওপর তাদের বিন্দুমাত্র আস্থা নেই। যুদ্ধবিরতি কার্যকর হলেও যেকোনো সময় খামেনিকে লক্ষ্য করে হামলা চালাতে পারে নেতানিয়াহু প্রশাসন। তাই খামেনির নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তারা।

/এটিএম

Exit mobile version