Site icon Jamuna Television

ব্যবসায়ীর দাড়ি ধরে হেনস্তা ও মারধরের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ:

মানিকগঞ্জের ঘিওরে ব্যবসায়ীর দাড়ি ধরে হেনস্তা ও মারধরের ঘটনায় অভিযুক্ত নাসিম ভূইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জুন) সকালে বিশেষ অভিযান চালিয়ে সাভারের আশুলিয়া থানার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২৩ জুন রাতে ঘিওর বাসসট্যান্ড এলাকায় মানিক কম্পিউটার ও ট্রোনিং সেন্টারের সত্ত্বাধিকারী আলী আজম মানিককে তুচ্ছ ঘটনায় দাড়ি ধরে টানা হেচড়া ও মারধর করে নাসিম ভূইয়া। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন মানিক।

দাড়ি ধরে হেনস্তা ও মারধরের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। ঘটনার পর থেকে আত্মগোপনে থাকেন অভিযুক্ত নাসিম ভূইয়া।

পরে গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব।

/এমএইচ

Exit mobile version