Site icon Jamuna Television

নাটোরে নিখোঁজের ছয় ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ছয় ঘণ্টা পর মিনহাজ হোসেন আবির নামে নয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) রাত নয়টার দিকে উপজেলার মহিশভাঙ্গা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবির একই এলাকার মিলন হোসেনের একমাত্র ছেলে। সে স্থানীয় আবিদ ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন জানান, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে শিশু আবির তার বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে সন্ধ্যার দিকে আবিরের বাবা মিলন হোসেন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর রাত নয়টার দিকে স্থানীয়রা মহিষভাঙ্গা এলাকার বনলতা মসলা ফ্যাক্টরি পাশে আবিরের রক্তমাখা সাইকেল দেখতে পান। পরিবারের লোকজন এবং এলাকাবাসী আসে পাশে খুঁজতে থাকলে পাশেই ভুট্টার ডালপালার নিচে আবিরের রক্তমাখা মরদেহ দেখতে পেয়ে পুলিশের খবর দেন তারা।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবিরের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ইট দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে শিশু আবিরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ অপরাধীদের শনাক্তে কাজ শুরু করেছে।

/এএস

Exit mobile version