Site icon Jamuna Television

জন্মদিনে মেসির ১০ নম্বর জার্সি পাচ্ছেন ইয়ামাল

জন্মদিনে লিওনেল মেসির ১০ নম্বর জার্সি পাচ্ছেন লামিন ইয়ামাল। আনসু ফাতির বিদায়ে বার্সার আইকনিক নাম্বার টেন জার্সিটি উঠতে যাচ্ছে ইয়ামালের গায়ে—এমটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো

দিয়েগো ম্যারাডোনা, রোনালদিনহো আর লিওনেল মেসির মতো কিংবদন্তিদের দশ নম্বর জার্সিতে এবার নতুন নজির গড়ার অপেক্ষায় ইয়ামাল।

বার্সেলোনা তাদের ২০২৫-২৬ মৌসুমের নতুন কিট উন্মোচন করতে যাচ্ছে আগামী মঙ্গলবার। তবে ইয়ামালের নতুন জার্সি নম্বরের আনুষ্ঠানিক ঘোষণা আসবে ১৩ জুলাই। দিনটি ইয়ামালের ১৮তম জন্মদিন। ওই দিনই বার্সা দল প্রাক-মৌসুম অনুশীলন শুরু করবে।

সবশেষ বার্সার নাম্বার টেন জার্সি ছিল আনসু ফাতির গায়ে। ইনজুরি সহ নানা সমস্যার কারণে ক্লাবে সুবিধা করতে পারেননি এই তারকা। শেষ পর্যন্ত ফ্রান্সের ক্লাব এএস মোনাকোতে ধারে চলে যাচ্ছেন ফাতি। আর তাই বার্সা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নাম্বার টেন জার্সিটি পেতে যাচ্ছেন স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল।

/এসআইএন

Exit mobile version