Site icon Jamuna Television

ফোনে টিকটক করা নিয়ে খুন হয় শিশু আবীর, আটক আরেক শিশু

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের বড়াইগ্রামে নয় বছর বয়সী তৃতীয় শ্রেণির ছাত্র মিনহাজ হোসেন আবীর হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। শুক্রবার (২৭ জুন) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে হত্যাকাণ্ডের বিবরন তুলে ধরা হয়।

এ সময় বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় জানান, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে মহিষভাঙ্গা গ্রামের মিলন হোসেনের ছেলে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আবীর বাড়ি থেকে বাইসাইকেল ও মোবাইল ফোন দিয়ে বের হয়ে নিখোঁজ হয়। পরে রাত নয়টার দিকে তাদের বাড়ি থেকে সামান্য দূরে নির্মাণাধীন একটি মসলা ফ্যাক্টরী সংলগ্ন ভুট্টা ক্ষেতের পাশে আবীরের রক্তমাখা সাইকেলসহ মরদেহের সন্ধান মেলে।

তিনি আরও জানান, পুলিশ তদন্তে নেমে তথ্য প্রযুক্তির সহায়তায় আবীরের প্রতিবেশী এক ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীকে আটক করে। শিশুটি জানায়, মোবাইল ফোনে টিকটক করা নিয়ে তার সাথে আবীরের দ্বন্দ্ব হলে প্রথমে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এরই এক পর্যায়ে সে ইট দিয়ে আবীরের মাথায় ও মুখে আঘাত করলে ঘটনাস্থলেই আবীরের মৃত্যু হয়।

আটককৃত শিশুটিকে আদালতে হাজির করা হবে। বয়সে শিশু হওয়ায় তার বিষয়ে আদালত সিদ্ধান্ত দেবে বলে জানায় পুলিশ।

/এএস

Exit mobile version