Site icon Jamuna Television

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জেফ বেজোস

অ্যামাজন, ব্লু অরিজিনের মতো বিশ্বসেরা প্রতিষ্ঠানকে তুলেছেন সাফল্যের চূড়ায়। বিত্ত আর প্রতিপত্তি লুটিয়ে পড়েছে তার পায়ে। কিন্তু জেফ বেজোসোর যেন ব্যক্তি জীবনটাই কেবল গোছানো হয়নি এতদিন।

এবার তারই পালা। দীর্ঘ ২৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে বেজোস শুরু করলেন তার জীবনের দ্বিতীয় ইনিংস। প্রথম স্ত্রী ম্যাকেনজি স্কটের সাথে বিচ্ছেদের পাঁচ বছর পর বান্ধবী সাংবাদিক লরেন স্যানচেজের সাথে সাতপাকে বাধা পড়তে যাচ্ছেন ৬১ বছর বয়সী এই বিজনেস টাইকুন। টানা ৩ দিনব্যাপী বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে এরইমধ্যে।

দীর্ঘ প্রতিক্ষিত “ওয়েডিং অফ দ্যা সেঞ্চুরি” খ্যাত এ বিয়ে উপলক্ষে জমকালো সাজে সেজেছে ইতালির ভেনিস শহর। বিশ্বের ৩য় ধনী ব্যক্তির বিয়ে বলে কথা- আমন্ত্রিত প্রায় ২শ’ বরযাত্রী। জাকজমক অনুষ্ঠানে অংশ নিতে এরইমাঝে ভেনিস পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্রাম্প, বিখ্যাত মডেল কিম কারদাশিয়ান, গণমাধ্যম ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রেসহ বিশ্বের বহু প্রভাবশালী ব্যক্তি। তারকা ও প্রভাবশালীদের বিয়ের আসরে নিয়ে যেতে প্রস্তুত করা হয়েছে কমপক্ষে ৯০ টি প্রাইভেট জেট। ধারণা করা হচ্ছে, জেফ-লরেন বিয়ের এ জমকালো আসরে খরচ হতে পারে ৭ কোটি ডলারেরও বেশি অর্থ।

বিয়ের অতিরিক্ত আড়ম্বর দেখে চটেছেন অ্যাক্টিভিস্টরা। ধনীদের উচ্চ করের আওতায় আনতে সরব গ্রিনপিসসহ কয়েকটি মানবাধিকার সংস্থা। বিয়ে দেখতে বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের চাপে বেড়েছে ভেনিসের বাড়িভাড়া ও খাবারের দাম। বাধ্য হয়ে শহর ছাড়ছেন স্থানীয়রা।

আগামী ২৮ জুন বিয়ের পিঁড়িতে বসবেন জেফ-লরেন জুটি। এরইমধ্যে বিক্ষোভকারীদের তোপের মুখে পরিবর্তন করা হয়েছে বিয়ের ভেন্যু। ধারণা করা হচ্ছে, ভেনিসের সান জর্জিও মাজোরে দ্বীপে সম্পন্ন হবে বিয়ের মূল আনুষ্ঠানিকতা।

/এআও

Exit mobile version