
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামে আওলিয়ানগর মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা ইদ্রিস হাসান, তার ছেলে মেহেদী হাসান ও চানপুর জামে মসজিদের সভাপতি সাবেক সেনা কর্মকর্তা মো. হুমায়ুন কবীরের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল ৪টায় চানপুর শাহী ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শত শত গ্রামবাসী অংশগ্রহণ করেন এবং দ্রুত সময়ের মধ্যে হামলায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন পাহাড়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম, আওলিয়ানগর মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মো. ফায়েজ, মো. হান্নান সরদার, মো. মোছন মেম্বার,মো. কাজী মনির, মো. আবু মুসা ও মো. আল আমিন। পুরো কর্মসূচি পরিচালনা করেন আহত মাওলানা ইদ্রিস হাসানের ছোট ভাই মো. কবির হোসেন।
বক্তারা বলেন, একজন শিক্ষক, তার সন্তান ও মসজিদের সভাপতির উপর প্রকাশ্যে এমন হামলা শুধু ব্যক্তি নয়, সমাজের মূল্যবোধের উপরও আঘাত। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় মানববন্ধন থেকে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার না করা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা।
/এআই



Leave a reply