Site icon Jamuna Television

আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে: ট্রাম্প

আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৭ জুন) হোয়াইট হাউসের ওভাল অফিসে কঙ্গো-রুয়ান্ডা চুক্তি উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আশা করছি আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। আমরা গাজায় অনেক অর্থ ও খাবার পাঠাচ্ছি, কারণ মানুষ মারা যাচ্ছে। যুদ্ধে সরাসরি জড়িত না থাকলেও মানবিক কারণে জড়িয়ে পড়েছি আমরা।

তিনি আরও বলেন, অনেক মানুষ খাবার পাচ্ছে না। সহায়তা পাঠালেও কিছু দুর্বৃত্ত তা চুরি করে বিক্রি করছে। তবে এখন একটা ভালো ব্যবস্থাপনা হয়েছে। দুঃখজনকভাবে অন্য দেশগুলো সাহায্য করছে না—শুধু আমরাই করছি, কারণ মানবিক দৃষ্টিকোণ থেকে এটা আমাদের দায়িত্ব।

গাজা, ইরান এবং নেতানিয়াহুর সম্ভাব্য হোয়াইট হাউস সফর নিয়ে আলোচনা করতে ইসরায়েলের কৌশলবিষয়ক মন্ত্রী রন ডারমার সোমবার থেকে ওয়াশিংটন সফর শুরু করবেন বলে একটি সূত্র জানিয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের ফল ইসরায়েলের জন্য শান্তির নতুন সুযোগ তৈরি করেছে এবং এই সুযোগ হারানো উচিত নয়।

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭ অক্টোবরের পর ইসরায়েলি সামরিক অভিযানে ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলা গাজায় চরম খাদ্য সংকট তৈরি করেছে, পুরো জনগণকে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত করেছে এবং আন্তর্জাতিক আদালতগুলোতে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগ উত্থাপন করেছে। ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে।

/এসআইএন

Exit mobile version