Site icon Jamuna Television

উৎসবের আমেজে উদযাপিত হচ্ছে বড়দিন

খ্রিষ্ট্রান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। নানা আনুষ্ঠানিকতায় সারা দেশে উদযাপিত হচ্ছে দিবসটি। মঙ্গলকার সকালে প্রত্যক গির্জায় ছিলো বিশেষ প্রার্থনা।

এতে দেশের পাশাপাশি বিশ্বব্যপী শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি কামনা করা হয়। পারিবারিক আবহের বাইরে বড়দিন উপলক্ষে তারকা হোটেলগুলোয় রয়েছে নানা আয়োজন। ক্রিসমাস ট্রি, রঙিন বাতি, বেলুন আর নান্দনিক সরঞ্জামে সেসব সাজানো হয়েছে। থাকছে কেক, পিঠা ও বিশেষ খাবারের বন্দোবস্ত।

দু’হাজার বছর আগে এই শুভ দিনে পৃথিবীকে আলোকিত করে জন্মগ্রহণ করেন খ্রিস্টধর্মের প্রবর্তক যীশু খ্রিষ্ট্র; মুসলমানদের কাছে যিনি নবী ঈসা (আ.) হিসেবে সম্মানিত। বেথলেহেমের এক গোয়ালঘরে কুমারীমাতা মেরির কোলে জন্ম নেন যীশু।

Exit mobile version