Site icon Jamuna Television

রূপগঞ্জে মুক্তিপণ দাবি করে ব্যবসায়ীকে অপহরণ, গ্রেফতার ৪

রূপগঞ্জ করেসপনডেন্ট:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল এলাকায় প্রকাশ্য দিবালোকে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

ভুক্তভোগীর পরিবার জানায়, গত শুক্রবার দুপুরে পূর্বাচলের যুবদল নেতা রাসেল মিয়ার নেতৃত্বে ৮-১০ জন যুবক রাশেদের পূর্বাচল অফিসে ঢুকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তার পরিবারের কাছে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

এ ঘটনায় সন্ধ্যায় অপহরণকারী চক্রের সদস্য রাসেল মিয়া, সাব্বির হোসেন, রনি ও মাক্কু নামে ৪ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। পরে উদ্ধার করা হয় অপহৃত ব্যবসায়ীকে।

/এসআইএন

Exit mobile version