Site icon Jamuna Television

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

জুলাই অভ্যুত্থানের ১ম বার্ষিকী উপলক্ষ্যে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শনিবার (২৮ জুন) দুপুরে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচির ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

দলের পক্ষ থেকে তিনি জানান, ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে জামায়াতে ইসলামী। ১ জুলাই দেশব্যাপী অভ্যুত্থানে শহীদ ও আহতের জন্য দোয়া। ৮ থেকে ১৫ জুলাই শহীদ পরিবর ও আহতদের সাথে সাক্ষাৎ করবেন তারা।

১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবসে রংপুরে আলোচনা সভা করবে দলটি। ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল করবেন তারা।

জুলাই সনদ নিয়ে গোলাম পরওয়ার বলেন, জাতীর কাছে জুলাই সনদ সরকারের প্রতিশ্রুতি। সরকার এটি পূরণ করবে বলে আশা জামায়াতে ইসলামীর।

/এমএইচ

Exit mobile version