Site icon Jamuna Television

ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়নি, শত্রুপক্ষই ভিক্ষা চেয়েছিল: সাবেক বিচারক


ইসলামিক রিপাবলিকের শত্রুরা ভয়ে যুদ্ধবিরতি চাপিয়ে দিয়েছে, ইরানের সাথে কোনো চুক্তি হয়নি—শনিবার (২৮ জুন) প্রকাশিত এক সাক্ষাৎকারে অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারক আলী আসগর মুজতাহিদজাদেহ এ কথা বলেন।

রাসা নিউজকে দেয়া সাক্ষাৎকারে মুজতাহিদজাদেহ বলেন, ইরান কোনো চুক্তি করেনি বা শান্তি চায়নি, বরং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতির পর যুদ্ধবিরতির জন্য ভিক্ষা চেয়েছে।

আলী আসগর মুজতাহিদজাদেহ বলেন, তেহরানের সরকারি বিবৃতিতে যুদ্ধবিরতির কোনো উল্লেখই নেই।

তিনি এও বলেন, ‘শত্রু আক্রমণ করেছিল, জবাবে আঘাত পেয়েছে এবং শেষে একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়েছে’।

কোমের বিশেষ ধর্মীয় আদালতের সাবেক প্রধান মুজতাহিদজাদেহ বলেন, “ইরান সর্বদা জাগ্রত ও সশস্ত্র’।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানি জনগণ তাদের ঐক্য প্রদর্শন করেছে। এই বার্তা দিয়েছে যে, আমাদের জনগণের কণ্ঠস্বর এক।

তিনি বলেন, ট্রাম্প ইরানকে ‘আত্মসমর্পণের’ আহ্বান জানিয়েছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মুখের তুলনায় তা খুব বড় মন্তব্য ছিল।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা আলোচনায় বসবেন। ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে স্থগিত হওয়া সংলাপ পুনরায় শুরু হতে যাচ্ছে। 

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল।

/এআই

Exit mobile version