Site icon Jamuna Television

আগামী পাঁচটি বছর আমরা নিবেদন করেছি যুবসমাজের জন্য: পরিকল্পনামন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি:

‘আগামী পাঁচটি বছর আমরা নিবেদন করেছি এদেশের পিছিয়ে পড়া মানুষদের জন্য, আমাদের যুব সমাজের জন্য।’

আজ কুমিল্লার বাগমারা স্কুল মাঠে নির্বাচনী পথসভায় বক্তৃতাকালে একথা বলেন কুমিল্লা ১০ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

তিনি বলেন, যুবসমাজকে আমরা নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই, তাদের সবাইকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। প্রত্যেকটা মানুষের চাকুরীর ব্যবস্থা করবো।

মন্ত্রী আরো বলেন, আমাদের প্রত্যেকটা গ্রামকে শহরে রূপান্তর করবো। অসাধারণ গতিবেগ নিয়ে এ অঞ্চল উন্নত হবে, সারা বাংলাদেশ উন্নত হবে, আমরা জানি কিভাবে করতে হয়।

Exit mobile version