Site icon Jamuna Television

পাকিস্তানে শিশুকে বাঁচাতে গিয়ে একই পরিবারের ১১ জনের প্রাণহানি, ৯ মরদেহ উদ্ধার

পাকিস্তানে দক্ষিণাঞ্চলে একই পরিবারের ৯ জনের মরদেহ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। আকস্মিক বন্যায় পাকিস্তানে ওই ৯ জনসহ অন্তত ১৮ জন ভেসে যায়। এর মাঝে ৪ জনকে জীবিত উদ্ধার করেছে স্বেচ্ছাসেবীরা। প্রাণ হারিয়েছে অন্তত ১১ জন।

জানা গেছে, মৃতদের তালিকায় বেশ কয়েকটি শিশু রয়েছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অন্তত ৬ জন।

নিখোঁজদের উদ্ধারে কাজ করছে অন্তত ৮০ উদ্ধারকর্মী। ভারি মৌসুমি বৃষ্টিপাতের কারণেই এই আকস্মিক বন্যার সৃষ্টি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার (২৭ জুন) দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্বাত নদীতীরে পিকনিক করছিলো পরিবারটি। ছবি তুলতে পাড় থেকে একটি সামনে এগিয়ে গেলে বন্যার পানিতে ভেসে যায় এক শিশু। তাকে বাঁচাতে পানিতে ঝাপ দেয় অভিভাবকেরা।

এসময় বন্যার পানিতে তারাও ভেসে যায়। নিখোজদের উদ্ধারে স্থানীয়রাসহ ৮০ জন উদ্ধারকর্মী কাজ করছে বলে জানিয়েছে কতৃপক্ষ।

/এমএইচ

Exit mobile version