Site icon Jamuna Television

মহাসমাবেশে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ তিন দফা দাবি ইসলামী আন্দোলনের

সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ তিন দফা দাবিতে মহাসমাবেশের আয়োজন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শনিবার (২৮ জুন) সকাল ১০টায় দলটির প্রথম অধিবেশন শুরু হয়। আর আনুষ্ঠানিকভাবে মূল অধিবেশন শুরু হয় দুপুর ২টায়।

সমাবেশে সকাল থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সারাদেশ থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে উদ্যানের মূল মাঠ পরিপূর্ণ হয়ে যায়। মূলত সংস্কার, জুলাই গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে এ মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এতে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

/এমএইচ

Exit mobile version