Site icon Jamuna Television

জয়পুরহাট সীমান্ত দিয়ে এক ভারতীয়কে পুশ ইন 

জয়পুরহাট করেসপনডেন্ট:

জয়পুরহাটের কোনও এক সীমান্ত দিয়ে এক ভারতীয়কে পুশ ইন করেছে বিএসএফ। গতকাল শুক্রবার সকালে জয়পুরহাট জেনারেল হাসপাতালে অসুস্থ অবস্থায় অজ্ঞাত হিসেবে ভর্তি হয়।

ভারতীয় ওই নাগরিকের নাম জীবন দে, তার বাড়ি ভারতের আসামের কুলারঘাট ভেড়াপান্নি বলে নিশ্চিত হওয়া গেছে।

আজ শনিবার (২৮ জুন) দুপুরে সরাসরি তার সাথে কথা বললে সে জানায়, তার বাড়ি আসামে। বিএসএফ তাকে বাড়ি থেকে ধরে এনে বাংলাদেশে পুশ ইন করেছে। তবে কোন সীমান্ত দিয়ে পার করা হয়েছে সেটা বলতে পারেননি তিনি। তবে তিনি ভারতে ফিরতে চান বলে জানিয়েছেন।

তবে জীবন দে’র কথা অস্পষ্ট। তার মাথা ও হাতসহ শরীরে ক্ষত রয়েছে। তাকে জয়পুরহাট-হিলির কোন এক সীমান্ত দিয়ে পুশ ইন করা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।  

এ বিষয়ে জয়পুরহাট ২০ বিজিবির কমান্ডার লেঃ কর্ণেল আরিফুর দৌলা জানান, পুশ ইনের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

/এমএইচ

Exit mobile version