
এনবিআরের অচলাবস্থা নিরসনে অর্থ, বাণিজ্য, শিল্প মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগের সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন, শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা। তারা বলেছেন, সমস্যা সমাধানে আন্দোলনকারীদের সাথে বৈঠক জরুরি হয়ে পড়েছে।
শনিবার (২৮ জুন) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা একথা জানান।
তারা বলেন, রাজস্ব বোর্ডের সকল দফতরে কর্মকর্তা-কর্মচারীরা কমপ্লিট শাটডাউনের কর্মসূচি পালন করছে। এতে আমদানি ও রফতানি কার্যক্রমে বিপর্যয় নেমে আসবে। যা দেশের অর্থনীতির জন্য অশনিসংকেত। আন্দোলন ঘিরে সৃষ্ট স্থবিরতা ও চলমান সংকট দ্রুততার সাথে সমাধান করা জরুরি বলে মনে করেন ব্যবসায়ী নেতারা।
তারা জানান, ব্যবসায়ী সম্প্রদায় একটি দক্ষ, হয়রানিমুক্ত জাতীয় রাজস্ব বোর্ড চায়। এজন্য এনবিআর চেয়ারম্যানের অপসারণ কাম্য নয়। এনবিআরের এই আন্দোলন নিজেদের ক্ষমতার ভাগ-বাটোয়ারার জন্যে। রাজস্ব কর্মকর্তারা সারা জীবন ব্যবসায়ীদের জ্বালিয়েছে। এখন সরকারকে জ্বালাচ্ছে বলেও মন্তব্য করেন তারা।
/এএস



Leave a reply