Site icon Jamuna Television

জুলাই স্পিরিট থাকলে কোনও ষড়যন্ত্র সফল হবে না: সারজিস আলম

ঐক্যবদ্ধ থাকলে আর কোনও ফ্যাসিস্ট মাথা উঁচু করে দাড়াতে পারবে না। যতদিন জুলাই স্পিরিট থাকবে ততদিন কোনও প্রোপাগান্ডা বা ষড়যন্ত্র দেশকে পিছিয়ে দিতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক (এনসিপি) সারজিস আলম।

শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, আমাদের মধ্যে সাময়িক কোনও সমস্যা হলেও ঐক্যবদ্ধভাবে তা সমাধান করা হবে। সংস্কার আর বিচারের প্রশ্নে দ্বিমত নেই। সংসদে জনগণের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠা করতে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি নিয়ে জোড়ালোভাবে ভাবতে হবে।

তিনি আরও বলেন, কাজের মাধ্যমে দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে। রাজনৈতিক সমাবেশ করার পাশাপাশি জনদুর্ভোগ যাতে না হয় তা খেয়াল রাখতে হবে। এ সময় জুলাই অভ্যুত্থানে দাড়ি-টুপি দেখে টার্গেট কিলিং করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

/আরএইচ

Exit mobile version