Site icon Jamuna Television

‘বিশেষ কিছু নয়, ড. ইউনূসের সঙ্গে সিইসির বৈঠক সৌজন্যমূলক ছিল’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সিইসির বৈঠকটি সৌজন্য সাক্ষাৎ ছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ বৈঠকের বিশেষ কোনো উদ্দেশ্য ছিল না বলেও জানান তিনি।

শনিবার (২৮ জুন) বিকেলে খুলনার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, গত ২৬ জুন প্রধান উপদেষ্টার সাথে সিইসির বৈঠকের বিষয়ে বিএনপি জানতে চেয়েছে। বৈঠকটি শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিলো। তাই সামনে আনার মতো কোন কারণ নেই বলে জানান তিনি।

এছাড়া আগামী নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ এবং উৎসবমুখর হবে বলেও মন্তব্য করেন প্রেস সচিব।

/এমএইচ

Exit mobile version