Site icon Jamuna Television

দেবীগঞ্জে জাল নোটসহ প্রতারক চক্রের এক সদস্য গ্রেফতার

পঞ্চগড় করেসপনডেন্ট:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে জাল নোট ও প্রতারণার অভিযোগে রাশেদ জামান (৪০) নামে চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) গভীর রাত থেকে আজ শনিবার ভোর পর্যন্ত চলা এই অভিযানে দেবীগঞ্জ উপজেলার চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়নের চেংঠী দন্ডপাল গ্রামে অভিযান চালিয়ে রাশেদ জামানকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তল্লাশি করে এক হাজার টাকার একটি জাল নোট, ১২ হাজার টাকা নগদ, একটি মোবাইল ফোন এবং মাদক সেবনের কিছু সরঞ্জামও জব্দ করা হয় তার কাছ থেকে। পরে তাকে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, রাশেদ জামান ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে জাল নোট ব্যবসাসহ বিদেশি ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিল। শুক্রবার রাতে টাঙ্গাইলের তিন ভুক্তভোগী অভিযোগ করেন, ডলার দেয়ার নাম করে তাদের কাছ থেকে প্রায় ১২ লক্ষ টাকা হাতিয়ে নেয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে দেবীগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমনের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয়, যা রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলে। অভিযানে রাশেদের দুই সহযোগীর বাড়িতেও অভিযান চালানো হয়, তবে তারা এখনও ধরা পড়েনি।

এ বিষয়ে দেবীগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমন বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে বিদেশি ডলার দেয়ার প্রলোভনে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়ায় থানায় সোপর্দ করা হয়েছে। অপরাধীদের ছাড় দেয়া হবে না। এ সময়, চক্রের অপর সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, রাশেদ জামানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।

/এএইচএম

Exit mobile version