
সুনামগঞ্জ করেসপনডেন্ট:
সুনামগঞ্জের প্রায় শতকোটি টাকার যাদুকাটা বালুমহাল ইজারা নিয়ে দ্বন্দ্বে ঢাকায় ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে ডিবির বিরুদ্ধে। শনিবার (২৮ জুন) বিকেলে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন বালুমহালটির ইজারাদার ও ভুক্তভোগী মো. নাসির মিয়া।
তিনি অভিযোগ করেন, যাদুকাটা বালুমহাল বৈধভাবে ইজারা পাওয়ার পর আওয়ামী লীগ নেতা ও সাবেক ইজারাদার রতন মিয়া হাইকোর্টে মামলা করে ইজারা স্থগিত করে। এই বিষয়ে ২৫ জুন হাইকোর্টে গেলে সাবেক ইজারাদার মো. রতন মিয়া ও কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুবুর রহমানের নির্দেশে সেগুনবাগিচা দুদুক কার্যালয়ের সামনে থেকে তাকে কয়েকজন ডিবি সদস্য মিন্টু কার্যালয়ে তুলে নিয়ে নির্যাতন করেন এবং মামলা না চালানোর জন্য চাপ দেন।
পরবর্তীতে অভিযুক্ত মাহবুবুর রহমান গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসেন। এ সময়, তিনি এই নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করেন।
/এএইচএম



Leave a reply