Site icon Jamuna Television

ড. মুহাম্মদ ইউনূসকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮) জুন সন্ধ্যায় একান্ত সচিবের মাধ্যমে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ফুলের তোড়া ও কেক পাঠান তারেক রহমান।

একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধান উপদেষ্টার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিমের কাছে ফুলের তোড়া ও কেক পৌঁছে দেন। এ সময় প্রধান উপদেষ্টা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিন আজ। ১৯৪০ সালের আজকের এই দিনে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা দুলা মিঞা সওদাগর ও মাতা সুফিয়া খাতুন। ২০০৬ সালে প্রথম বাংলাদেশি হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি। তাছাড়াও, দেশি-বিদেশী অসংখ্য পুরস্কার লাভ করেন তিনি।

/আরএইচ

Exit mobile version