Site icon Jamuna Television

সাংবাদিক লরেন স্যানচেজকে বিয়ে করলেন জেফ বেজোস, ভেনিসে যেন তারার মেলা

বহু জল্পনা-কল্পনার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন বিশ্বের ৩য় ধনী ব্যক্তি জেফ বেজোস ও তার দীর্ঘ ৪ বছরের প্রেমিকা সাংবাদিক লরেন স্যানচেজ।

শুক্রবার (২৭ জুন) ইতালির ভেনিসে আয়োজিত হয় রাজকীয় এ বিয়ের অনুষ্ঠান। বিয়ের শপথ ও আংটি বদলের মাধ্যমে তারা সম্পন্ন করেন বিয়ের মূল আনুষ্ঠানিকতা। প্রকাশিত হয়েছে গাঁটছড়া বাধার পর এ জুটির প্রথম ছবিও, যা রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়া জুড়ে। স্যানচেজ নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেন ছবিটি।

গতকাল সন্ধ্যায় ভেনিসের সান জর্জিও দ্বীপে বিয়ের মূল আয়োজন শেষ হয়। সেখানে এই দম্পতি আংটি বদল করেন। জাঁকজমক এই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র, রাজনীতি, অর্থনীতি এবং বিনোদন জগতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। বিকেলে কার্ডাশিয়ান-জেনার পরিবার, বিল গেটস, কার্লি ক্লস, অপরা উইনফ্রেসহ জনপ্রিয় তারকাদের ওয়াটার ট্যাক্সিতে করে অনুষ্ঠানস্থলে যেতে দেখা যায়।

এছাড়া হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও, গায়ক মিক জ্যাগার, ব্রিটিশ অভিনেতা অরল্যান্ডো ব্লুম, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পসহ আরও অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিন দিনের আয়োজনের শেষ দিন শনিবার আয়োজিত হবে বিয়ের প্রধান পর্ব।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রথম বেজোস ও সানচেজের সম্পর্ক নিয়ে গুঞ্জন ওঠে। এরপর থেকেই আলোচনায় ছিল এই জুটি। অবশেষে গুঞ্জনের অবসান ঘটিয়ে ২০২৩ সালে বাগদান সম্পন্নের পর শুক্রবার বিয়ের পিঁড়িতে বসছেন তারা। তবে অনেকেরই ধারণা, এরই মধ্যে মার্কিন রীতি ও আইন মেনে বিয়ে সেরে ফেলেছেন বেজোস-সানচেজ জুটি। ইতালিতে বিয়ের আয়োজন ছিল আনুষ্ঠানিকতা মাত্র।

/এএইচএম

Exit mobile version