ভারতে পাচারের সময় ৫০০ কেজি শিং মাছসহ মাইক্রোবাস জব্দ 

|

আখাউড়া করেসপনডেন্ট:

মাইক্রোবাস ভর্তি করে ভারতে পাচারের জন্য আনা ৫০০ কেজি শিং মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (২৮ জুন) ভোররাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা বিওপি ক্যাম্পের টহল জওয়ানরা বেলবাড়ি সীমান্তের মেইন পিলার এলাকা থেকে মাইক্রোবাস ভর্তি এই শিং মাছ জব্দ করে। তবে এ সময় পালিয়ে যায় চোরাচালানকারীরা।

ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খারেরা বিওপি ক্যাম্পের টহলরত জওয়ানরা বেলবাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতে পাচারের জন্য মাইক্রোবাসে করে আনা ৫০০ কেজি শিং মাছ জব্দ করা হয়। সেইসাথে, জব্দকৃত মাছ কাস্টমস-এর মাধ্যমে নিলামে বিক্রি করা হয় বলেও জানান তিনি।

/এএইচএম 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply