Site icon Jamuna Television

স্বর্ণের দাম কমলো ফের

ফাইল ছবি।

দেশের বাজারে স্বর্ণের দাম কমলো আরও কিছুটা। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা।

রোববার (২৯ জুন) থেকে এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে বলে জানায় বাজুস। শনিবার স্বর্ণ ব্যবসায়ীদের এই সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা বলা হয়েছে।

এখন ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে খরচ হবে ১ লাখ ৬২ হাজার ৫০৩ টাকা।এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৯ হাজার ২৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দর নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ১৭০ টাকা।

উল্লেখ্য, এর আগে গত ২৫ জুন এই ধাতুর দাম আরেক দফা কমানো হয়। তার আগে ১৪ জুন ও ৬ জুন এবং ২২ মে ও ১৮ মে দেশের বাজারে চার দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়।

/এমএন

Exit mobile version