Site icon Jamuna Television

৪১ শতাংশ ব্রাজিলিয়ান নেইমারকে বিশ্বকাপে দেখতে চান না

ফাইল ছবি।

নেইমার ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলুক, এটি ব্রাজিলের ৪১ শতাংশ মানুষ চান না। ব্রাজিলের একটি গুরুত্বপূর্ণ জনমত জরিপকারী প্রতিষ্ঠান ‘ডাটাফোলা’র এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

ডাটাফোলার এই জরিপে অংশ নেন ১৬ ও তার চেয়ে বেশি বয়সী ২০০৪ জন ব্রাজিলিয়ান নাগরিক। চোটের সমস্যা, মাঠের বাইরের আচরণ এবং সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা জরিপে অংশ নেয়া মানুষের ভাবনাকে প্রভাবিত করেছে। ৪১ শতাংশের না চাওয়ার বিপরীতে অবশ্য ৪৮ শতাংশ মানুষ নেইমারকে বিশ্বকাপ দলে চান।

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল পরের ম্যাচ খেলবে আগামী সেপ্টেম্বরে। যেখানে চিলির বিপক্ষে ঘরের মাঠে এবং বলিভিয়ার বিপক্ষে খেলবে প্রতিপক্ষের মাঠে। এ ম্যাচ দুটি দিয়ে নেইমার দলে ফিরতে পারেন কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।

/এমএইচ

Exit mobile version