Site icon Jamuna Television

উত্তরায় ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত

রাজধানীর উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) দিবাগত রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফাহিম, নাঈম ও জাবেদ। এদের মধ্যে ফাহিম ও নাঈম সম্পর্কে খালাতো ভাই। আর জাবেদ তাদের মামা। ফাহিম আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পরে তাদের মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

পুলিশ জানায়, শনিবার রাতে তিনজন উত্তরার একটি হাসপাতালে তাদের আরেক মামার মরদেহ দেখতে যান। পরে হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তিনজনই মারা যান। চালক ও ট্রাকটিকে আটক করা হয়েছে।

/আরএইচ

Exit mobile version