Site icon Jamuna Television

হাজারীবাগে পানির ট্যাংকে জমে থাকা গ্যাস বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪

ফাইল ছবি।

রাজধানীর হাজারীবাগের ট্যানারি মোড় এলাকার একটি বাসায় পানির ট্যাংকি পরিষ্কার করার সময় সেখানে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ চারজন দগ্ধ হয়েছে। গতকাল শনিবার (২৯ জুন) রাত ৮টার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন, মো. বেলাল হোসেন (২৮), মো. জিয়াউর রহমান (৪৫), ফারিয়া (৮) ও রাইফা (৪)। এদের মধ্যে বেলাল হোসেনের শরীরে ১৭ শতাংশ, জিয়াউরের ৪ শতাংশ, শিশু ফারিয়ার ৫ শতাংশ এবং শিশু রাইফার শরীরের ৬ শতাংশ দগ্ধ হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

/আরএইচ


Exit mobile version