Site icon Jamuna Television

ক্লাব বিশ্বকাপে বেনফিকাকে হারিয়ে শেষ আটে চেলসি

ফিফা ক্লাব বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে বেনফিকাকে ৪-১ গোলে হারালো চেলসি। কোয়ার্টারে ওঠার রোমাঞ্চকর লড়াইয়ে ৯০ মিনিট পর্যন্ত খেলার স্কোর লাইন ছিলো ১-১।

ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ৬৪ মিনিটে রিস জেমসের গোলে এগিয়ে যায় ব্লুরা। ৮৫ মিনিটে বজ্রপাতের ভয়ে ২ ঘন্টা বন্ধ থাকে ম্যাচ। এরপর খেলা মাঠে গড়ালে যখন জয়ের দ্বারপ্রান্তে ছিলো চেলসি।

তখনই ইনজুরি টাইমে ব্লুদের বোকা বানিয়ে গোল করেন আর্জেন্টাইন ডি মারিয়া। জমে ওঠে ম্যাচ। খেলা গড়ায় এক্সট্রা টাইমে। সেখানে ক্রিস্টোফার কুনকু, পেদ্রো নেতো, ডিউসবারি গোল করায় বেনফিকার পোস্টে গোলের হালি পূরণ করে চেলসি। ফলে ১০ জনের দল নিয়ে আসর থেকে বিদায় নিতে হয় বেনফিকাকে।

উল্লেখ্য, আগামী ৪ জুলাই শেষ আটে চেলসির প্রতিপক্ষ ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস।

/এআই

Exit mobile version