Site icon Jamuna Television

‘আইএসআই’র প্রেসক্রিপশনে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিএনপি’

পাকিস্তানী গোয়েন্দা সংস্থা- আইএসআই’র প্রেসক্রিপশনে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিএনপি। নির্বাচন ঘিরে বড় ধরনের নাশকতার মাধ্যমে প্রাণহাণির পরিকল্পনা করছে তারা।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ  সম্মেলনে এ অভিযোগ করেছেন যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান। তিনি দাবি করেন, প্রচারণা শুরুর পর বিএনপির হামলায় দেশের বিভিন্ন স্থানে ৫ আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী নিহত হয়েছেন।

রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েই বিএনপি সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বিরোধীদের ষড়যন্ত্র নস্যাৎ করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

Exit mobile version