Site icon Jamuna Television

রথযাত্রায় পদদলিত হয়ে নিহত ৩

ভারতের ওডিশা রাজ্যের পুরীতে ঐতিহাসিক রথযাত্রায় পদদলিত হয়ে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। 

রোববার (২৯ জুন) স্থানীয় সময় ভোর ৪টা থেকে ৫টার মধ্যে ভারতের ওডিশা রাজ্যের পুরিতে জগন্নাথ মন্দির থেকে তিন কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরের কাছে ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তিরা হলেন বোলাগড়ের বাসন্তী সাহু, প্রেমাকান্ত মোহান্তি ও বালিপাটনার প্রভাতী দাস।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের দাবি, বহু ভক্ত রথের দড়ি ধরার জন্য প্রতিযোগিতা শুরু করলে হুড়োহুড়ি শুরু হয় আর ভিড়ের চাপে অনেকে পিষ্ট হন।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

/এআই

Exit mobile version