Site icon Jamuna Television

নোয়াখালীতে কিশোরীকে ৫ মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগে আটক ১

নোয়াখালী করেসপনডেন্ট:

নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে এক কিশোরীকে অপহরণের পর পাঁচ মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগে জাহেদ হোসেন (৩৭) নামে একজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২৮ জুন) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র‍্যাব।

র‍্যাব জানায়, গত ৬ জানুয়ারি সকালে জাহেদ মুখে চেতনানাশক স্প্রে করে ভুক্তভোগীকে অপহরণ করে। এরপর চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথার একটি দোকানের পিছনে আটকে রেখে ভুক্তভোগীকে দিনের পর দিন ধর্ষণ করে জাহিদ। ভুক্তভোগী বাঁধা দিলে আসামি ধারালো ছুরি দিয়ে তার ডান হাতের কনুইয়ে জখম করে।

র‍্যাব আরও জানায়, আসামি কিশোরীকে নদীতে এবং ট্রেনের নিচে ফেলে হত্যার চেষ্টা করে। এছাড়া, জোরপূর্বক ওষুধ খাইয়ে গর্ভজাত সন্তানকে নষ্ট করে আসামি। গত ১৮ জুন দুপুরে ভুক্তভোগীকে তার বাড়ির কাছে ফেলে রেখে যায় জাহিদ।

র‍্যাব-১১ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, ঘটনার পরপরই ভিকটিমের মা-বাবা হাতিয়া থানার সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ির ভক্তপুর ইউনিয়নের সাঁকোতলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর আদালতে তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। গ্রেফয়তার জাহিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

/আরএইচ

Exit mobile version