গণমাধ্যমের টেকসই উন্নয়নে বিজেসি ও বিবিসি মিডিয়া অ্যাকশনের চুক্তি

|

বাংলাদেশে দায়িত্বশীল ও টেকসই সম্প্রচার মাধ্যমের বিকাশে একসঙ্গে কাজ করতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও বিবিসি মিডিয়া অ্যাকশনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২৬ জুন) দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি অংশীদারিত্বমূলক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ চুক্তিতে স্বাক্ষর করেন বিবিসি মিডিয়া অ্যাকশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো. আল মামুন এবং বিজেসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজওয়ানুল হক।

এ চুক্তির ফলে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বাস্তবায়নযোগ্য নীতিমালা প্রণয়ন এবং জনস্বার্থমূলক সাংবাদিকতার প্রসারে বিবিসি মিডিয়া অ্যাকশন সহায়তা করবে। এ ছাড়াও সাংবাদিকদের সুরক্ষা, বিশেষ করে নারী সাংবাদিকদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে একযোগে কাজ করার বিষয়ে ঐকমত্য হয়েছে।

উল্লেখ্য, প্রায় আঠারোশ’ সদস্যের সম্প্রচার সাংবাদিকদের সংগঠন বিজেসি শুরু থেকেই সম্প্রচার সাংবাদিকদের কল্যাণ ও সংবাদক্ষেত্রে পেশাদারিত্বমূলক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দুই প্রতিষ্ঠানের মধ্যে কারিগরি ও কৌশলগত সহযোগিতার এই চুক্তি দেশের গণমাধ্যমকে আরও টেকসই এবং জনস্বার্থে অবদান রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply