
ফাইল ছবি
ঐকমত্য কমিশনে সংস্কার নিয়ে দরকষাকষি চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আজকের আলোচনায় মৌলিক সংস্কারের বাস্তবতা থেকে অনেক দূরে থাকতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
রোববার (২৯ জুন) ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি বলেন, যখন দলগুলোর মাঝে এনসিসির বিষয়ে আলোচনা হলো তখন নাম নিয়ে অভিযোগ আসে এবং এর নাম সংবিধান ও সংবিধিবদ্ধ কমিটি করা হয়। এর মধ্যে ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ কমিশনের নিয়োগ এই কমটির আওতায় আনা। তারপরও বিএনপি এবং কয়েকটি দলের বাধার কারণে সেটিকে বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
আখতার হোসেন আরও বলেন, উচ্চকক্ষের আলোচনা যখন এসেছে প্রায় সব রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্বের কথা বলেছে সেখানেও আজকের হাউজ বাধার মুখে পড়েছে। একটা দল চাইলেই যেন সংবিধান সংশোধন না করতে পারে এইসব প্রস্তাবেও কিছু কিছু রাজনৈতিক দল সম্মতি দেয়নি। সবমিলিয়ে বিএনপি এবং সমমনা কয়েকটি দলের জন্য কমিশন আটকে আছে। কমিশন আবারও দলগুলোকে এসব বিষয়ে পুনর্বিবেচনার কথা বলেছে।
কেউ চাইলেই ক্ষমতায় এসে নির্বাচন কমিশন, দুদক, পিএসসির মতো প্রতিষ্ঠানকে ব্যবহার করতে পারবে না। কোন সরকার ক্ষমতায় বাংলাদেশের সরকারের জবাবদিহিতার জায়গাকে নিশ্চিত হতে দেবে না এমন কারোর সাথে আপামর জনতার কোনো সংযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।
/এএস



Leave a reply