Site icon Jamuna Television

মায়ামি নাকি পিএসজি, কারা যাবে কোয়ার্টারে

ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় আজ লিওনেল মেসির ইন্টার মায়ামির প্রতিপক্ষ উয়েফা চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি। আজ রোববার (২৯ জুন) যুক্তরাষ্ট্রের আটালান্টার মারসিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত ১০টায়।

পিএসজি মেসির সাবেক ক্লাব। আর সেই দলের কোচ লুই এনরিকেও ছিলেন মেসির সাবেক কোচ। তাই এই ম্যাচটি শুধু একটি ম্যাচ নয়, এটি মেসির জন্য আবেগঘন ও প্রতিশোধের লড়াইও বটে।

ইন্টার মায়ামি ও পিএসজি আগে কখনও একে অপরের মুখোমুখি হয়নি। এটি দুই দলের প্রথম দেখা, তাও আবার এমন একটি মঞ্চে, যেখানে হার মানেই টুর্নামেন্ট থেকে বিদায়।

মায়ামিতে মেসি ছাড়াও আছেন তার সাবেক তিন বার্সেলোনা সতীর্থ জর্দি আলবা, সের্হিও বুসকেতস ও লুইস সুয়ারেজ। অন্যদিকে, আজ পিএসজির ডাগআউটে থাকবেন লুইস এনরিকে, যিনি প্যারিসের ক্লাবটিকে জিতিয়েছেন সদ্য শেষ হওয়া মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

এই ম্যাচে পিএসজি পরিষ্কার ফেভারিট হলেও যুক্তরাষ্ট্রের মাটিতে শক্তিশালী দল মেসির মায়ামি। হাইভোল্টেজ ম্যাচের আগে অনুশীলন সেরেছে দুই দল। ৭০ হাজার দর্শক তাই মাঠে বসে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায়।

/এএম

Exit mobile version