Site icon Jamuna Television

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতিসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি’সহ ৬ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তাদের বিরুদ্ধে ২০-২৫ বছর ধরে ভ্যাট-শুল্ক ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

রোববার (২৯ জুন) তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম

এনবিআরের ছয় কর্মকর্তা হলেন আয়কর নীতি বিভাগের সদস্য এ কে এম বদিউল আলম; নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার; ঢাকা-৮ কর অঞ্চলের অতিরিক্ত কমিশনার মির্জা আশিক রানা; ঢাকা কর অঞ্চল-১৬ অতিরিক্ত কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা; ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কণ্ডু এবং বিএসএস কর একাডেমির যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান।

এনবিআর সূত্র জানায়, দুদকের অনুসন্ধানের মুখে পড়া ৬ কর্মকর্তার মধ্যে পাঁচজন এনবিআরে চলমান আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত। তাদের মধ্যে হাছান মুহম্মদ তারেক রিকাবদার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি। এই ঐক্য পরিষদের ব্যানারে এনবিআরে আন্দোলন চলছে। এছাড়া মির্জা আশিক রানা ও শাহরীন সুস্মিতা পরিষদটির সহ-সভাপতি পদে আছেন।

এনবিআরে সংস্কার উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে গত ১২ মে’র পর থেকে আন্দোলন করছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। এতে অচলাবস্থা চলছে সরকারের রাজস্ব আহরণের এই প্রতিষ্ঠানটিতে।

/এএস

Exit mobile version