Site icon Jamuna Television

গাজায় যুদ্ধবিরতির দাবিতে ভিয়েনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা যায়— গতকাল শনিবার ফিলিস্তিনি পতাকা উড়িয়ে এবং বিভিন্ন ব্যানার নিয়ে রাজপথে নেমে আসে শত শত মানুষ। এ সময় ‘এখনই যুদ্ধবিরতি চাই’-এর মতো স্লোগানও দেন তারা।

বিক্ষোভ মিছিল শেষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তৃতা করেন দেশটির নাগরিকরা। যাদের মধ্যে ইয়াসমিন আকারও ছিলেন, যিনি চলতি মাসের শুরুতে গ্রেটা থুনবার্গের সাথে গাজায় ত্রাণ সহায়তার উদ্দেশে একটি জাহাজে রওনা দিয়েছিলেন। যদিও ইসরায়েলি সেনাবাহিনী ভূমধ্যসাগরের তীরেই তাদের আটক করে এবং নিজ দেশে পাঠিয়ে দেয়।

/এএইচএম

Exit mobile version