Site icon Jamuna Television

চট্টগ্রামের বাজারে মাস্ক ও স্যানিটাইজার সংকট

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে হঠাৎ করে দেখা দিয়েছে মাস্ক ও স্যানিটাইজারের সংকট। বিশেষ করে হাসপাতালগুলোর সামনের ফার্মেসি থেকে এসব সুরক্ষা সরঞ্জাম রীতিমতো উধাও।

করোনা সংক্রমন কিছুটা বৃদ্ধির পর ফার্মেসিতে মাস্ক ও স্যানিটাইজার সংকটের বিষয়টি কতটুকু সত্য, তা দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফার্মেসিগুলোতে যায় যমুনা নিউজ। ক্রেতা সেজে বেশকিছু ফার্মেসি ঘুরে দেখা গেল ভালো মানের মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার নেই। নিম্নমানের মাস্ক যা আছে তার দামও বাড়তি।

একই চিত্র আগ্রাবাদে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের সামনেও। হ্যান্ড স্যানিটাইজার দূরে থাক মিলছে না জীবাণুনাশক হেক্সিসলও।

বিক্রেতাদের দাবি, চাহিদা বৃদ্ধির পর এসব সুরক্ষা সরঞ্জামের সরবরাহ কমিয়ে দিয়েছে উৎপাদনকারি প্রতিষ্ঠানগুলো। বাড়তি টাকা দিয়েও সরবরাহ পাচ্ছেন না। এরই মধ্যে মেডিকেল এলাকায় গিয়ে অসাধু ব্যবসায়ীদের সতর্ক করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

করোনা সংক্রমণ কিছুটা বেড়েছে মাত্র, এরই মধ্যে এমন কৃত্রিম সংকটে বিস্মিত সাধারণ মানুষ।

/এটিএম

Exit mobile version