Site icon Jamuna Television

দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করার আহ্বান জোনায়েদ সাকির

ফাইল ছবি

দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

আজ সোমবার (৩০ জুন) দুপুরে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান।

জোনায়েদ সাকি বলেন– অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের উন্নতি না হলে নতুন বাংলাদেশ হবে না। সেই কথা বাস্তবে পরিণত হোক। এই সমস্যার সমাধানে দ্রুত উদ্যোগ নিতেও আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগ পাওয়া কর্মীদের ইউনিয়ন করার সুযোগ দিতে হবে। যাতে করে তারা নিজেদের অধিকার নিয়ে আন্দোলন করতে পারেন।

এ সময় বক্তারা বলেন, সম্প্রতি ঘোষিত ‘সাময়িক শ্রমিক নীতিমালা ২০২৫’ বাস্তবতাবিবর্জিত ও বৈষম্যমূলক। এ নীতিমালা বাস্তবায়িত হলে বহু শ্রমিকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। ফলে তারা দ্রুত এই নীতিমালা বাতিলের দাবি জানান।

আন্দোলনকারীরা আরও জানান, দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

/এএম

Exit mobile version