Site icon Jamuna Television

আবু সাঈদের কবর জিয়ারত করলেন রংপুরের জামায়াত নেতাকর্মীরা

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন জামায়েত ইসলামীর রংপুর জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (১ জুলাই) সকাল ৭টায় রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী ও সেক্রেটারি এনামুল হকের নেতৃত্বে নেতাকর্মীরা আবু সাইদের বাড়িতে যান। এ সময় তারা আবু সাঈদের বাবা-মার সাথে মতবিনিময় করেন।

তারা বলেন, আবু সাঈদ জুলাই বিপ্লবের অন্যতম পথিকৃৎ। পুলিশের সামনে বুক চিতিয়ে গুলিবর্ষণ করার মাধ্যমে বিপ্লবকে দিয়েছে ভিন্নমাত্রা।

এ সময়, দ্রুত আবু সাঈদ হত্যার বিচার কাজ শেষ করে, অন্যান্য শহীদদের হত্যার বিচার শুরুর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। পরে, আবু সাঈদের কবরে সূরা ফাতেহা পাঠ এবং মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলেই।

/এএইচএম

Exit mobile version