Site icon Jamuna Television

আবু সাঈদ হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি পরিবারের

আবু সাঈদের হত্যার ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে আইনের আওতায় আনা এবং ১৬ জুলাই কে শহীদ আবু সাঈদ দিবস করার দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

সকালে রংপুরে নিজ বাড়িতে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন আবু সাইদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও বড় ভাই আবু হোসেন।

এসময় বাবা মকবুল হোসেন বলেন, আবু সাঈদ হত্যকাণ্ডে শুধু পুলিশ নয়, ছাত্রলীগ, আওয়ামী লীগসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠন ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টরসহ যেসকল কর্মকর্তা-কর্মচারী জড়িত ছিলো তাদেরও আইনের আওতায় আনতে হবে।

এসময় মা মনোয়ারা বেগম বলেন, সমাজে যদি ধনী-গরীবের বৈষম্য নিরসন না হয় তবে, আবু সাঈদের রক্ত বৃথা যাবে। ১৬ জুলাই কে শহীদ আবু সাঈদ দিবস এবং জুলাইয়ের যেকোন এক দিনকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণার দাবিও জানান পরিবারের সদস্যরা।

/এএস

Exit mobile version