Site icon Jamuna Television

ফোনালাপ বিতর্কে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত

ফোনালাপ বিতর্কে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে দেশটির একটি সাংবিধানিক আদালত।

স্থানীয় সময় মঙ্গলবার (১ জুলাই) এক বিবৃতিতে আদালত জানায়, পেতংতার্নের বিরুদ্ধে অসততা ও সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলে ক্ষমতাচ্যুতির জন্য আবেদন করেছে ৩৬ সিনেটর। তাদের আবেদনকে আমলে নিয়ে থাই প্রধানমন্ত্রীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিনেটরদের আবেদনের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন না তিনি। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সাথে ফোনালাপ ফাঁস হওয়ার পর থেকেই তোপের মুখে পড়েছেন পেতংতার্ন। দেশটিতে তার পদত্যাগের দাবিতে হচ্ছে ব্যাপক আন্দোলন।

সূত্র: রয়টার্স।

/এআই

Exit mobile version